একটি শিক্ষণীয় গল্পঃ
এক মহিলা গেছে ডাক্তারের কাছে । তিনি অভিযোগ করলেন - "ডাক্তার সাহেব, আমাকে এমন একটা মেডিসিন দিন , যেটা খেলে আমার জামাইয়ের রাগ কমে যায়"।
ডাক্তার জিজ্ঞাসা করলো - "কি করে আপনার স্বামী? কেন রাগ করে"?
মহিলা বললো - "সে জব করে । সে প্রতিদিন অকারনে আমার উপর চরম মাত্রায় রেগে যায়। এতো রেগে যায় যে রাগ কোনো ভাবেই দমন করা সম্ভব না"।
ডাক্তার সাহেব বললেন - "চিন্তার বিষয়" ।
মহিলা বললো - "যতই চিন্তা করুন । এর একটা সমাধান দিন । যাতে সে সাড়া দিন কুল মাইন্ডে থাকে"।
ডাক্তার বললো - "আপনি বসুন । আমি ১ মিনিটের মধ্যে বাইরে থেকে আসছি" ।
ডাক্তার সাহেব এক মিনিটের মধ্যেই বাইরে থেকে ফিরে এলেন । হাতে ৫ লিটার মাম পানির বোতল ।
ডাক্তার বললেন - "এই পানি আপনাদের এই সমস্যা ঠিক করে দিবে। এটা এক দরবেশের ফু দেয়া পানি । যখন দেখবেন আপনার স্বামী রেগে যাচ্ছে অথবা যাবে , তখনি আপনি এখানে থেকে ১ চুমুক পানি মুখে নিয়ে গড়গড়া শুরু করবেন । পানিটা খাবেনও না, ফেলবেনও না । গড়গড়া করতেই থাকবেন - যতক্ষন না আপনার স্বামীর রাগ কমে অথবা বাসা থেকে বাইরে না যায়" ।
মহিলা খুব খুশি হয়ে বাড়ি চলে গেলো । ডাক্তার রা ঝাড় ফুক বিশ্বাস করে ভেবে অবাকও হলো একটু ।
১ মাস পর মহিলা হাজির ডাক্তারের চেম্বারে । ডাক্তারের জন্য টাঙ্গাইলের চমচম নিয়া আসছে । মহিলা কে খুশি আর প্রানবন্ত দেখে ডাক্তার জিজ্ঞাসা করলো ।
"কি ব্যাপার আপনি এতো খুশি কেন?"
মহিলা বললো -"আপনার ঔষধ আমার খুব কাজে দিয়েছে ।আমাদের মধ্যে আর কোনো ঝগড়া বা রাগ নাই" ।
মহিলা আবার জিজ্ঞাসা করলো - "ডাক্তার সাহেব, আপনার মেডিসিন টা তে কি মন্ত্র পড়া ছিলো । আমাকে বলবেন কি" ?
ডাক্তার এবার অট্টহাসি দিয়ে বললো - " মন্ত্র আসলে কিছুই ছিল না, পানি মুখে দিয়ে রেখে দেয়ার উদ্দেশ্য ছিল - শুধু আপনার মুখে কথা বলা বন্ধ করা । এতেই সংসারে শান্তি চলে আসছে । দুজন কথা বললেই ঝগড়া হয়।
👉 মাঝে মাঝে একটু কাউন্সিলিং ও প্রয়োজন হয়।
(সংগৃহীত)
No comments:
Post a Comment