HEML
Showing posts with label History Prophet (SW). Show all posts
Showing posts with label History Prophet (SW). Show all posts

সুলাইমান (আ.)-এর আংটি চুরি ও রাজত্ব হরণ


 সুলাইমান (.)-এর আংটি চুরি রাজত্ব হরণ

মুফতি মাহমুদ হাসান   সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | kalerkantho

কথিত আছে, সুলাইমান (.)-এর নাকি জাদুর আংটি আছে ব্যাপারে বলা হয়ে থাকে, সুলাইমান (.) একজন মহিলাকে বিয়ে করেন ওই মহিলা তাঁর গৃহে তাঁর অগোচরে মূর্তিপূজা করত আর সুলাইমানের রাজত্ব ছিল তাঁর আংটির কারণে একদিন তিনি টয়লেটে যাওয়ার সময় অভ্যাসবশত আংটিটি খুলে তাঁর ওই স্ত্রীআমীনা কাছে রেখে যান এমন সময় একটি জিন সুলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় তার কাছ থেকে আংটিটি নিয়ে নেয় অতঃপর সুলাইমান বেরিয়ে এসে দেখেন তাঁর সিংহাসনে অন্যজন বসে আছে এবং লোকেরা সুলাইমান (.)-কে অস্বীকার করে অতঃপর ৪০ দিন পরে তা মাছের পেট থেকে উদ্ধার হয় অতঃপর সুলাইমান (.) তাঁর আংটি পরিধান করে রাজ আসনে পুনরায় অধিষ্ঠিত হন

এই গল্পটির কোনো প্রমাণ নেই উলামায়ে কিরাম তা ভ্রান্ত বাতিল বলে প্রত্যাখ্যান করেছেন এতে অনেক অসংগতি রয়েছে, যা একজন নবীর ব্যাপারে কখনো সংগত নয় (আশ-শিফা, কাজি ইয়াজ /১৬২)

আল্লামা ইবনে কাসির (রহ.) গল্পটি ইহুদি-খ্রিস্টানদের কল্পিত কথা বলে প্রত্যাখ্যান করেছেন (তাফসিরে ইবনে কাসির /৬৭)

ছাড়া অনেক আজগুবি কথা রটিত আছে, তিনি নাকি জাদুর শক্তির বলে সব কিছুকে অনুগত করেন তাঁর সিংহাসনের নিচে জাদুর জিনিস লুকায়িত ছিল এসব কথা কুফরি এগুলো নবীদের মর্যাদা পরিপন্থী এবং ইসরায়েলি কল্পকাহিনিমাত্র (আল-ইসরাঈলিয়াত ওয়াল মাওদূয়াত ফী কুতুবিত তাফসির /২৭১)

www.facebook.com/roseasiasac