HEML
Showing posts with label দুনিয়া মুসাফিরখানা. Show all posts
Showing posts with label দুনিয়া মুসাফিরখানা. Show all posts
কোরিয়ানদের কাছে রোজা এক বিস্ময়ের নাম!!!

সারাদিন না খেয়ে থাকতে হবে!
কিন্তু কেন?
এই না খাওয়া নিয়ে তাদের আরো মজার মজার প্রশ্নও আছে রোজা নিয়ে। তারা যেসব প্রশ্নগুলো করে:

– পানিও খাওয়া যাবে না?

- সিগারেটও না?

- লুকিয়ে যদি খাও?

- যদি শাওয়ারে ঢুকে পানি খাও?

রোজাদার বাঙালি অনেক হেসে ফের জবাব দিলেন: শাওয়ারে ঢুকে লুকিয়ে কেন খাবো? আমি তো ইচ্ছা করলে বিরিয়ানী রেঁধে ঘরে বসেই খেতে পারি! কিন্তু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছুই খাইনা। এটা মহান আল্লাহ তায়ালার নির্দেশ। এতে আমরা অভ্যস্ত।

তখন শুরু হয় বিস্ময়ের আরেক ধাপ! আবারও এক গাদা প্রশ্ন:

– কেন খাও না?

- অদৃশ্য খোদা বলেছেন বলে?

- তিনি দেখতে পাবেন বলে?

- তোমাদের এতো সংযম!

- এতটাই আত্মনিয়ন্ত্রণ!!!

এরপর কোরিয়ানরা যে দুটো প্রশ্ন করে তাতে কী বলবেন ভাবতে থাকেন রোজাদার বাঙালি।

- তবে তো নিশ্চয়ই তোমাদের দেশে কেউ মিথ্যা বলে না, ঘুষ খায়না, কেউ পাপ করেনা!

- পুলিশও লাগে না!

রোজাদার বাঙালি ভাবতে থাকেন, কিন্তু মস্তিষ্ক হতে কোন উত্তর বের হয় না…!?! 🙄 🤔

#Collected

হারাম উপার্জন সন্তানের ওপর প্রভাব ফেলে!


হারাম উপার্জন সন্তানের ওপর প্রভাব ফেলে!

ইসলাম ধর্মমতে সব ধরনের ইবাদত-বন্দেগি কবুল হওয়ার জন্য রিজিক হালাল হওয়া জরুরি। হালাল রিজিকের প্রভাব শুধু নিজের দুনিয়া ও আখেরাতের সৌভাগ্যের জন্যই যে জরুরি তা নয়, নিজের সন্তানের ওপরও এর প্রভাব থাকে।
রুজি-রোজগারে খুব সামান্য, এমনকি বিন্দু পরিমাণ হারামের প্রভাব সন্তানের মাঝে প্রকাশ পায়। মানুষ হিসেবে আমরা ভুল-ক্রুটির ঊর্ধ্বে নই।

ঈমানদার মন দিয়ে পড়ুন : পতিতা

পতিতা

অটোমান সাম্রাজ্যের সুলতান তিনি।
সুলতান মুরাদ প্রায়শয়ই ছদ্মবেশে তার রাজ্যের লোকেদের অবস্থা পর্যবেক্ষণ করতে বের হতেন।
এক সন্ধ্যায় তিনি নিজে বিশেষ ভালো বোধ করছিলেন না বিধায় নিরাপত্তাবাহিনীর প্রধানকে তলব করলেন তার সঙ্গী হতে।