HEML

 ✨ Prophet (প্রফেট) – নবী।

 ✨ Believer (বিলিভার)- আস্তিক।

 ✨ Atheist (এথিষ্ট) – নাস্তিক।

 ✨ Mosque (মস্ক) – মসজিদ।

 ✨ Kaba (কাবা) – আল্লাহর ঘর।

 ✨ Temple (টেম্পল) – মন্দির।

 ✨ Pious (পায়াস) – ধার্মিক।

 ✨ Idol (আইডল) – পুতুল, মূর্তি।

 ✨ Grave (গ্রেইভ) – কবর।

 ✨ Church (চার্চ) – গীর্জা।

 ✨ Prayer (প্রেয়ার) – প্রার্থনা, উপাসনা।


#Write_Done 


✪ Beef (বিফ) – গরুর মাংস

✪ Pulse (পালস) – ডাল

✪ Cheese (চিজ) – পনির

✪ Beaten paddy (বিটেন প্যাডি) – চিঁড়া

✪ Hotchpotch (হচপচ) – খিচুরি

✪ Raw sugar (র-সুগার) – গুড়

✪ Pop-corn (পপকর্ণ) – খৈ

✪ Puffed-rice (পাফড-রাইস) – মুড়ি

✪ Ice cream (আইস ক্রিম) – কুলফি

✪ Cake (কেক) – পিঠা

✪ Loaf (লোফ) – পাওরুটি

✪ Jam (জ্যাম) – মোরব্বা

✪ Flour (ফ্লাওয়ার) – আটা


#Write_Done 


Weather- আবহাওয়া।

Today weather is very good- আজকের আবহাওয়া খুবই ভালো।

2, _Step- পদক্ষেপ।

Please step against him- দয়া করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিন।

3, Step_ by step- ধাপে ধাপে।

Step by step go ahead- ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাও

4, Shelfish- স্বার্থপর।

She is very Shelfish- সে খুব স্বার্থপর।

5, Clever- চালাক।

He is very clever- তিনি খুব চালাক।

6, Familiar- পরিচিত।

She is my familiar+ সে আমার পরিচিত।

7, Cancel- বাদ হওয়া।

It's may cancel- এটা বাদ হতে পারে।

8, Postponed- স্থগিত।

Today meeting is postponed- আজকের সভা স্থগিত করা হয়েছে।

9, Ignore- বাদ দেওয়া। 

will be ignore it- এটা বাদ দিতে হবে।

10, Initiative- উদ্যোগ।

Do something good initiative- ভালো কিছু করার উদ্যোগ নিন।


পড়া শেষে done লিখতে ভুলবেন না😍


#‎দৈনন্দিন_ইংরেজি_ডায়লগ‬

✪ কি খবর-What’s up?

✪ কেমন চলছে?- What’s going on?

✪ কত দূর? - How far is it? 

✪ অমি এক্ষুনি আসছি- I’ll be right back

✪ খুব ভালো হয়- That would be very nice

✪ আমকে একটু সাহায্য কর- Give me a hand

✪ আমাকে দেখতে দাও- Let me check.

✪ চল গিয়ে দেখি- Let’s go have a look.

✪ ও ভুলে যাও - Forget it

✪ মনোযোগ দিন! - Pay attention! 

✪ কি বলব ভেবে পাচ্ছিনা! - I'm at a loss 

✪আমি গেলাম।- I’m off 

✪আসল কথা বল - Come to the point 

✪ আমাকে লজ্জা দিও না - Do not put me in shame.

✪ আমি কথা দিচ্ছি আমি করব - I promise I will. 

✪ প্রসঙ্গে আসা যাক -Let’s come to the point


 ⚠️ পড়াশেষে Done লিখতে ভুলবেন না

✪ Let’s talk- আসুন কথা বলি ।

✪ Let’s share- এসো বিনিময় করি ।

✪ Let’s get started- চলো শুরু করি ।

✪ Let’s take a look- চলো একবার দেখে নেই ।

✪ Let’s take a break - চলো একটা বিরতি নেই ।

✪ Let’s take a rest- চলো বিশ্রাম নেয়া যাক ।

✪ Let’s go by bus, ok ?- চলো বাসে যাই, ঠিক আছে?

✪ Let’s have dinner- চলো রাতের খাবার খাই ।

✪ Let’s meet on Sunday- চলো রবিবার দেখা করি ।

✪ Let’s begin- চলো শুরু করি ।

✪ Let’s study- চলো পড়াশুনা করি ।

✪ Let’s take a walk- চলো হাটা যাক ।

✪ Let’s begin the project- চলো প্রজেক্টটি শুরু করি ।

✪ Let’s clean our room- চলো আমাদের রুম পরিষ্কার করি ।

✪ Let’s meet in front of the library- চলো পাঠাগারের সামনে দেখা করি ।

✪ Let’s discuss about this- চলো এ সম্পর্কে আলোচনা করি ।

✪ Let’s have a conversation in English - চলো ইংরেজিতে একটি সংলাপ করি ।

✪ Let's study attentively to cut a good figure- চল ভাল ফলাফলের জন্য পড়াশোনায় মনোযোগী হই

(cut a good figure – idiom, অর্থ- ভাল ফলাফল করা)


Write done....

No comments:

Post a Comment