HEML

 বিকল্পধারার সাদাকা


১: কালিমা তাইয়িবা মানে উত্তম কথা একটি সাদাকা।

২. আল্লাহু আকবার বলা একটি সাদাকা।

৩. আর্থিক সঙ্কটে থাকার ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে দেয়াও একটি সাদাকা।

৪. দুই রাকাত এশরাক বা দোহার নামাজ পড়াও একটি সাদাকা।

৫. পথ থেকে কষ্টকর বস্তু সরিয়ে দেয়াও একটি সাদাকা।

৬. মুসলিম ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলাও একটি সাদাকা।

৭. অন্ধ বা পথহারাকে পথের সন্ধান দেয়াও একটি সাদাকা।

৮. গুনাহের সুযোগ পেয়ে, গুনাহ থেকে বিরত হওয়াও একটি সাদাকা।

৯. পিপাসার্তকে একঢোক পানি পান করানোও একটি সাদাকা।

১০. লা ইলাহ ইল্লাল্লাহ বলাও একটি সাদাকা।

১১. একবার সুবহানাল্লাহ বলাও একটি সাদাকা।

১২. সৎকাজে আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বিরত রাখাও একটি সাদাকা।

নবীজি সা. এসব কাজকে সরাসরি সাদাকা বলে আখ্যা দিয়ে গেছেন। সাদাকা শুধু অর্থকড়ি দিয়েই হয় এমন নয়। আমি চাইলে নানাভাবে সাদাকা করতে পারি। রাব্বে কারীম তাওফীক দান করুন। 

                                                               আমীন।


No comments:

Post a Comment