HEML


 Yএই সেই বোতল...

 যার এক বোতল পানির মূল্য,


          => সাধারণ দোকানে ১৫/- টাকা।


            => বাসে বিক্রি করে ২০/- টাকায়। 


              => ফাইভ ষ্টার হোটেলে ২০০/- টাকা

এবং

                => এয়ারপোর্টের ভিতরে ৩০০/- টাকা। 


বোতল কিন্তু একই এবং ব্রান্ড সেটাও একই পরিবর্তন শুধু স্থানের।


ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম ভিন্ন ভিন্ন।


নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...

     তবে একই স্থানে না থেকে, জায়গা পরিবর্তন করে দেখুন...


সাহস যোগাড় করে, নিজের গন্ডি পরিবর্তন করুন। এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে, গুরুত্ব প্রদান করে...


নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...।


নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সমান।

#copied

No comments:

Post a Comment