HEML

 ১। গুণফল = গুণ্য × গুণক

২। গুণক = গুণফল ÷ গুণ্য

৩। গুণ্য = গুণফল ÷ গুণক

নিংশেষে বিভাজ্য হলে

৪। ভাগফল = ভাজ্য ÷ ভাজক

৫। ভাজক =ভাজ্য ÷ ভাগফল।

৬। ভাজ্য = ভাজক × ভাগফল।

নিংশেষে বিভাজ্য না হলে

৭। ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।

৮। ভাজক = (ভাজ্য – ভাগশেষ) ÷

ভাগফল।

৯। ভাগফল = ( ভাজ্য – ভাগশেষ)

÷ ভাজক।

১০। গড় = রাশিগুলোর যোগফল ÷

রাশিগুলোর সংখ্যা।

১১। লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য।

১২। ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য।

১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।

১৭। ১ কুইন্টাল ১০০ কিলোগ্রাম (কেজি)

১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।

১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।

২০। ১ হেক্টর = ১০০০০ বর্গ মিটার।

২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।

২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভুমি × উচ্চতা।

২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = (ভুমি × উচ্চতা) ÷ ২

২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।

২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।

২৬। ভুমি = (ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।

২৭। উচ্চতা = (ক্ষেত্রফল × ২) ÷ ভুমি।

২৮। পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)।

২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।

৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।

৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।

৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।

৩৩। ভাগ কী?

উঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।

৩৪। খোলা বাক্য কাকে বলে?

উঃ যখন কোনো বাক্যের সত্য, মিথ্যা যাচাই করা যায় না, তাকে খোলা বাক্য বলে।

৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?

উঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায়, তাকে গাণিতিক বাক্য বলে?

৩৬। অক্ষর প্রতীক কী?

উঃ অজানা সংখ্যা নির্দেশ করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।

৩৭। গাণিতিক প্রতিক কী?

উঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।

৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?

উঃ সংখ্যা প্রতীক ১০ টি। যথা – ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।

৩৯। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?

উঃ ৪টি যথাঃ ➕, ➖, ✖, ➗

৪০। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?

উঃ সম্পর্ক প্রতীক অনেক আছে। তবে প্রাথমিকে ব্যবহৃত সম্পর্ক প্রতীক ৪ টি যথাঃ >, <, =, ≠,

তবে কয়েকটা গাইডে দেওয়া আছে ৮টি যথা:

< ≤ > ≥ = ≠

৪১। গুণিতক কাকে বলে?

উঃ কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যার প্রত্যেককে ঐ নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে।

৪২। ল.সা.গু. কাকে বলে?

উঃ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলে ল.স.গু।

No comments:

Post a Comment