1. Wednesday = ওয়েডনেস - ডে ( ভুল উচ্চারণ)
Wens-day = ওয়েন্স- ডেই ( সঠিক উচ্চারণ)
2. Interesting = ইন - টা - রেসটিং ( ভুল উচ্চারণ)
In - tresting = ইন - ট্রেস্টিং ( সঠিক উচ্চারণ)
3. Vegetable = ভেজিটেবল ( ভুল উচ্চারণ)
Vege - table = ভেজ - টেবল ( সঠিক উচ্চারণ)
4. Favourite = ফেভারিট ( ভুল উচ্চারণ)
Fav - rit = ফেইভ - রিট ( সঠিক উচ্চারণ)
5 . Certificate = সার্টিফিকেইট ( ভুল উচ্চারণ)
সার্টি - ফিকেট ( সঠিক উচ্চারণ)
6. Family = ফ্যামিলি ( ভুল উচ্চারণ)
Fam - li = ফ্যাম - লি ( সঠিক উচ্চারণ)
আসুন আমরা
Skill Development : করি
⭕ বুঝতে থাক---keep understanding
⭕ হাসতে থাক---keep laughing
⭕ সমাধান করতে থাক---keep solving
⭕ আবেদন করতে থাক---keep applying
⭕ নিয়োগ করতে থাক---keep appointing
⭕ গ্রহণ করতে থাক---keep accepting
⭕ গোছাতে থাক ---keep arranging
⭕ জিজ্ঞেস করতে থাক ---keep asking
⭕ বরাদ্দ করতে থাক ---keep allotting
⭕ অর্জন করতে থাক ---keep acquiring
⭕ পোড়াতে থাক---keep burning
⭕ বিশ্বাস করতে থাক ---keep believing
⭕ দর কষাকষি করতে থাক ---keep bargaining
⭕ রোদ পোহাতে থাক ---keep basking
⭕ সম্প্রচার করতে থাক ---keep broadcasting
🎀 পড়াশেষে Done লিখুন🎀
🥰Somewhat=কিছুটা
💦I'm somewhat nervious.
-আমি কিছুটা বিচলিত।
💦I am somewhat emotional.
-আমি কিছুটা আবেগপ্রবণ।
💦I am somewhat different.
- আমি কিছুটা ভিন্ন।
💦I'm somewhat disabled.
-আমি কিছুটা অক্ষম।
💦I am somewhat brilliant.
- আমি কিছুটা মেধাবী।
💦I am somewhat lazy.
- আমি কিছুটা অলস।
💦I am somewhat exceptional.
- আমি কিছুটা ব্যতিক্রম।
💦I'm somewhat sick.
-আমি কিছুটা অসুস্থ।
#Write_Done
বাক্যে ❝Else❞ এর ব্যবহার।
✪▪️ What else- আর কি?
✪▪️ Who else- আর কে ?
✪▪️ When else- আর কখন?
✪▪️ Where else- আর কোথায়?
✪▪️ How else- আর কিভাবে?
✪▪️ Which else- আর কোনটি?
✪▪️ Anything else- আর কিছু ।
✪▪️ No one else- আর কেউ না ।
✪▪️ Anybody else - আর কেউ?
✪▪️ Whatever else- আর যাই হোক না কেন?
✪▪️ Who else is there- আর কে আছে ওখানে?
✪▪️ What else do you want- তুমি আর কি চাও?
✪▪️ Who else is there- আর কে আছে ওখানে?
✪▪️ Who else is was there- সেখানে আর কে ছিল?
✪▪️ Is anybody else scared- আর কেউ কি ভীত?
✪▪️ Whatever else do you like- তুমি আর কি পছন্দ কর?
✪▪️ Is there anything else to say- বলার মত কি কিছু আছে?
✪▪️ Where else are you applying- তুমি আর কোথায় আবেদন করছ?
✪▪️ Nobody else knows it- আর কেউ এটা জানে না ।
✪▪️ Where else have you been?- কোথায় ছিলে?
✪▪️ No one else laughed- আর কেউ হাসলো না?
★★ আসুন আমরা ইংরেজির basic strong করি★★
No comments:
Post a Comment