HEML

Double Punch File A4- Blue Black Multi Color- Good Luck

 


SSC English First Paper Suggestion 2022

Paragraph suggestion for English First Paper Year 2022


SL Name                             Repeat

1 Deforestation                     3
2 A Schoo, Library             2
3 Tree plantation             2
4 A Rainy Day                     1
5 A School Magazine     1
6 A Street Accident             1
7 A Tea Stall                     1
8 A Winter Morning             1
9 Drug Addiction                   1
10 Environment Pollution     1
11 The importance of Early rising 1
12 Tree Plantation             1
13 A Book Fair                     1



 

Let’s make Assignment on Tense (ea)

 Page: Tense- 01/01

(i) Definition of Present Indefinite Tense

(ii) Characteristics of Present Indefinite Tense.

(iii) All structures of Present Indefinite Tense.

Page: Tense- 01/02, Write 26 Bangla examples of this tense from text book

Page: Tense- 01/03, Write 26 examples based on Subject + V-1

Page: Tense- 01/04, Write 26 Examples based on Subject + V-1 +s

Page: Tense- 01/05, Write 26 examples based on Subject + V-1 + es

Page: Tense- 01/06, Write 26 examples based on Subject + am + except any verb

Page: Tense- 01/07, Write 26 examples based on Subject + is + except any verb

Page: Tense- 01/08, Write 26 examples based on Subject + are + except any verb

Page: Tense- 01/09, Write 26 examples based on Subject + am + Verb-3.

Page: Tense- 01/10, Write 26 examples based on Subject + is + Verb-3.

Page: Tense- 01/11, Write 26 examples based on Subject + are + Verb-3.

 

Written By

Jamil Akkas Muhammad

Principal

Rose Asia School and College

Cell/ imo/ Whatsapp: +8801711360475

Email: jamilakkas@gmail.com

Facebook: jamilakkas

YouTube: jamilakkas

Facebook Group: https://www.facebook.com/groups/roseasiasac

Facebook Group: https://www.facebook.com/groups/araseaec

Facebook Group: https://www.facebook.com/groups/disaryedu

Facebook Group: https://www.facebook.com/groups/jamilakkassir

(ea)

Rules to write assignment

 ** Search text book for examples.

** Margin is a must on: left side, right side, top side

** A4 size, 80GSM Paper is must for this work

** Cover Page must be designed nicely.

** Page serial is a must on top-right side

** Mentor will discuss about this in front of subject teacher.

** Mentor will check assignment, give mark & post in own sheet.

 

Written By

Jamil Akkas Muhammad

Principal

Rose Asia School and College

Cell/ imo/ Whatsapp: +8801711360475

Email: jamilakkas@gmail.com

Facebook: jamilakkas

YouTube: jamilakkas

Facebook Group: https://www.facebook.com/groups/roseasiasac

Facebook Group: https://www.facebook.com/groups/araseaec

Facebook Group: https://www.facebook.com/groups/disaryedu

Facebook Group: https://www.facebook.com/groups/jamilakkassir

(ea)


 Yএই সেই বোতল...

 যার এক বোতল পানির মূল্য,


          => সাধারণ দোকানে ১৫/- টাকা।


            => বাসে বিক্রি করে ২০/- টাকায়। 


              => ফাইভ ষ্টার হোটেলে ২০০/- টাকা

এবং

                => এয়ারপোর্টের ভিতরে ৩০০/- টাকা। 


বোতল কিন্তু একই এবং ব্রান্ড সেটাও একই পরিবর্তন শুধু স্থানের।


ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম ভিন্ন ভিন্ন।


নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...

     তবে একই স্থানে না থেকে, জায়গা পরিবর্তন করে দেখুন...


সাহস যোগাড় করে, নিজের গন্ডি পরিবর্তন করুন। এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে, গুরুত্ব প্রদান করে...


নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...।


নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সমান।

#copied


 Yএকদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছেন, অন্যদিকে আপনার বাবা আপনাকে ডাকছেন। মুয়াজ্জিনের আযান শুনে আগে মসজিদে যাবেন নাকি বাবা কী জন্য ডাকছেন শুনে আসবেন?


বিখ্যাত তাবেয়ী মুজাহিদ রাহিমাহুল্লাহকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন-


“আগে বাবার ডাকে সাড়া দিবে।”


মুহাম্মাদ ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহ বলেন:


“আপনি নামাজ (নফল) পড়াবস্থায় যদি আপনার বাবা ডাক দেন, তাহলে নামাজ ভেঙ্গে তার ডাকে সাড়া দিবেন।” 

ইয়াকুব আল-আজলী বিখ্যাত তাবেয়ী আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, বৃষ্টির দিনে আমার মা আমাকে মসজিদে জামআতে নামাজ পড়তে নিষেধ করেন। তিনি আমাকে বাড়িতে নামাজ পড়তে বলেন। এখন আমি কার কথা শুনবো? ফরজ নামাজ পড়ার জন্য আমি কি মসজিদে যাবো, নাকি মায়ের কথামতো বাসায় নামাজ পড়বো?


আতা ইবনে আবি রাবাহ জবাব দেন-


“তুমি তোমার মায়ের কথামতো বৃষ্টির দিন বাসায় নামাজ পড়ো।” 


একজন মা তার সন্তানকে ওয়াদা করান- সে শুধুমাত্র ফরজ-ওয়াজিব নামাজ পড়বে আর রমাদ্বান মাসের রোজা রাখবে। এছাড়া কোনো নামাজ পড়বে না, কোনো রোজা রাখবে না। এমন অবস্থায় কি সে তার মায়ের ওয়াদা পালন করবে? নাকি ওয়াদা ভঙ্গ করবে?


আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন-


“সে তার মায়ের ওয়াদা পালন করবে।”


রাতের খাবারের টেবিলে রেডি করে মা-বাবা আমাদেরকে ডাকতে থাকেন, আর আমরা বলি একটু পর আসছি। তখন আমরা কী করি? আমরা তখন মোবাইল টিপি বা পড়ালেখা করি। 


হিশাম ইবনে হাসান রাহিমাহুল্লাহ আল-হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, তিনি যখন রাতে কুরআন তেলাওয়াত করেন, তার মা তখন খাবার রেডি করে তাঁকে ডাকতে থাকেন। এমন অবস্থায় তিনি বিড়ম্বনায় পড়ে যান। মন চায় কুরআন তেলাওয়াত করতে, ঐদিকে 

তাঁর মা তাঁকে ডাকছেন। তিনি কী করবেন?


আল-হাসান রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দেন-


“তুমি তোমার মায়ের ডাকে খেতে বসবে। মাকে সন্তুষ্ট করা আমার কাছে নফল হজ্জের চেয়েও প্রিয়।” 


এক সাহাবী নিজের মা-বাবাকে কাঁদিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হিজরত করে তাঁর বাইয়াত গ্রহণ করতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শুনলেন, লোকটি তাঁর মা-বাবাকে কান্নারত অবস্থায় ফেলে রেখে এসেছেন, তখন বললেন,


“তুমি তাদের কাছে ফিরে যাও। তাদেরকে যেভাবে কাঁদিয়েছো, সেভাবে গিয়ে হাসাও।” [সুনানে আবু দাউদ: ২৫২৮] 


আল্লাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহর ‘আল-বিররুল ওয়ালিদাইন’ বই থেকে অনূদিত।

 ||সন্তানের সাথে এভাবে কথা বলার অভ্যাস গড়ুন||


        ১। আপনার সন্তানকে এভাবে বলবেন না: উঠো, নামাজ পড়ো, নইলে তুমি জাহান্নামে যাবে।

বরং বলুন: আসো আমরা একসাথে নামাজ পড়ি, যাতে আমরা জান্নাতে একসাথে থাকতে পারি।


      ২। আপনার সন্তানকে বলবেন না: তোমার রুমটি গোছাও। এবং ময়লা আবর্জনা পরিস্কার করো।

বরং বলুন: তোমার রুম গোছাতে আমার সহযোগীতা প্রয়োজন? তুমি তো সবসময় পরিস্কার পরিচ্ছন্নতা পছন্দ করো মাশাআল্লাহ।


       ৩। আপনার সন্তানকে বলবেন না: ঘরে বা রাস্তায় বল নিয়ে খেলবে না। বরং বলুন: মাঠে খেলাধুলা কত আনন্দের তাই না?


        ৪। আপনার সন্তানকে বলবেন না: উঠো, পড়াশুনা করো এবং খেলাধুলা ছাড়ো, কারণ পড়াশোনা করা খেলাধুলার চেয়েও গুরুত্বপূর্ণ।

বরং বলুন: তুমি যদি তোমার পাঠ তাড়াতাড়ি শেষ করো, তাহলে তুমি তোমার ইচ্ছেমত খেলতে পারবে।


         ৫। আপনার সন্তানকে বলবেন না: খাওয়ার পর হাত ধুতে ভুলবে না।

বরং বলুন: তোমার ধোয়া হাতের ঘ্রান আমার খুব ভালো লাগে।


      ৬। আপনার সন্তানকে বলবেন না: দেয়ালে রং দিয়ে আঁকাআঁকি করো না।

বরং বলুন: কাগজে আঁকতে থাকো এবং তোমার অঙ্কন শেষ হলে আমি দেয়ালে ঝুলিয়ে দিবো।


      ৭। আপনার সন্তানকে বলবেন না: এগুলো কি অঙ্কন করেছো?!

বরং বলুন: আমি তোমার অঙ্কন অনেক পছন্দ করি। তোমার রং এর ব্যবহারও অত্যন্ত দারুণ। তোমার লাল টকটকে সূর্য অঙ্কনটি আমার বেশ পছন্দ হয়েছে। এত সুন্দর কি করে আঁকো আমাকে একটু বলবে?


     ৮। আপনার সন্তানকে বলবেন না: বাম কাতে ঘুমাবে না।

বরং বলুন: জানো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডান কাত হয়ে ঘুমানো শিখিয়ে গেছেন। আমাদের ডান কাতে ঘুমানো উচিত।


      ৯। আপনার সন্তানকে বলবেন না: বোকা, এত সহজ একটি প্রশ্নের উত্তর দিতে পারলে না কেন?

বরং বলুন: তোমার উত্তরটি ঠিক হয়েছে। তবে এ প্রশ্নটির উত্তর আরো সুন্দর করতে তোমার সাহায্যের প্রয়োজন ছিল। দ্বিতীয় প্রশ্নটি দেখো তো সুন্দর করে উত্তর করতে পারে কি না? তুমি খুব মেধাবী। আমার বিশ্বাস তুমি পারবে।💕

-আরবি থেকে অনুবাদ


 বিষাক্ত কাগজ

ফেরদৌস আহমদ।


সন্ধ্যা রাতে তরুণী বসে, পড়ছে ক্লাসের পড়া

মাথা চুলকায় মাথা যে তার ,খুশকি উকুনে ভরা।


কাছে চিকন চিরুনি পেয়ে, মারতে লাগল মাথায়

 উকুন খুশকি পড়তে লাগল, খোলা বইয়ের পাতায়।


বইয়ের পাতায় জ্যান্ত উকুন পিলপিলিয়ে হাটে

পিষে তাদের মারছে খুকি, শক্ত নখের পিঠে।


ধুলাবালি উকুন খুশকি হাজার ময়লা মাখা

 বইখানিরে বছর শেষে বাক্সে হলো রাখা।


বিকেল বেলা খবর কাগজ পড়তে বসে দাদু 

কোলে নিয়ে নাদুস নুদুস নাতনি সোনা যাদু।


হঠাৎ সোনা দাদুর কুলেই করে দিল সিসু

কিছুই তো নেই পেপার হল মুত্র মোছার টিস্যু।


ছোট্ট শিশুর সর্দি নাকে মুছতে  ডাকে মা কে

 মায়ের হাতের পেপার ছিল মারলো ঘষা নাকে।


মল মূত্র সর্দি মাখা ময়লা পেপার যত

 তুলে রাখলো সেই বাক্সে ময়লা বইয়ের মত।


কাগজ বাঁধলো বাসা টিকটিকি ও উই

 তেলাপোকা ইঁদুর বাবু সঙ্গে ইতর দুই।


বাসা বেঁধে ইঁদুর বাচ্চা দিচ্ছে মাসে মাসে

কাগজ মাখে প্রসবকালীন ময়লা রক্ত রসে।


বাথরুম নেই তেলাপোকার নেই কো ধোয়ার জল

 এই কাগজেই ত্যাগ করে তাই মূত্র এবং মল।


হঠাৎ করে কাগজ কেনার হকার ব্যাটা এসে

 টিকটিকিদের সুখের বাসা ভেঙ্গে দিল শেষে।


কিনে নিল পুরনো কাগজ হাজার ময়লা যাতে

 পৌঁছে গেল আচার মুড়ি ফুচকাওয়ালার হাতে।


এই কাগজে আমরা সবাই খাবার রেখে খাই

 দোহাই লাগে এমন কাজটি আর করো না ভাই।


পথের ধারে আচার দেখে জ্বিবে এল জল 

মুখে নেস নে কাগজে ভাই তেলাপোকার মল।


ময়লা জেনেও কাগজে খাই আমরা আজব বোকা

 সভ্য সাজের অন্তরালে ময়লা খাওয়ার পোকা।

 বিকল্পধারার সাদাকা


১: কালিমা তাইয়িবা মানে উত্তম কথা একটি সাদাকা।

২. আল্লাহু আকবার বলা একটি সাদাকা।

৩. আর্থিক সঙ্কটে থাকার ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে দেয়াও একটি সাদাকা।

৪. দুই রাকাত এশরাক বা দোহার নামাজ পড়াও একটি সাদাকা।

৫. পথ থেকে কষ্টকর বস্তু সরিয়ে দেয়াও একটি সাদাকা।

৬. মুসলিম ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলাও একটি সাদাকা।

৭. অন্ধ বা পথহারাকে পথের সন্ধান দেয়াও একটি সাদাকা।

৮. গুনাহের সুযোগ পেয়ে, গুনাহ থেকে বিরত হওয়াও একটি সাদাকা।

৯. পিপাসার্তকে একঢোক পানি পান করানোও একটি সাদাকা।

১০. লা ইলাহ ইল্লাল্লাহ বলাও একটি সাদাকা।

১১. একবার সুবহানাল্লাহ বলাও একটি সাদাকা।

১২. সৎকাজে আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বিরত রাখাও একটি সাদাকা।

নবীজি সা. এসব কাজকে সরাসরি সাদাকা বলে আখ্যা দিয়ে গেছেন। সাদাকা শুধু অর্থকড়ি দিয়েই হয় এমন নয়। আমি চাইলে নানাভাবে সাদাকা করতে পারি। রাব্বে কারীম তাওফীক দান করুন। 

                                                               আমীন।


 ● ছন্দে ছন্দে Preposition শিখুনঃ

● নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে

করবে বেশ।

-

● সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ,

শতাব্দী,

এদের আগে in বসানো হয় আজ অব্দি।

-

● প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে

at বসিয়ে করবে বাজিমাত।

-

● সময়ের আগে at বসে, দিনের আগে on,

দিনের অংশ ভাগে in না বসালে,

করবে তবে Wrong।

-

● Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,

এইভাবে preposition শিখবে আনন্দ আর

ফুর্তিতে।

-

● Person-এ by, পাশে বুঝাতেও by,

(যানবাহনের আগে) কিন্তু in a car,

দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে

ছারখার।

-

● ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই

পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।

-

● বাহির থেকে ভিতরে into ব্যবহার

করো, ভিতর থেকে বাহিরে হয় out of,

Preposition না বুঝলে মুড থাকবে off.

-

● লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে

হয় above, Since, for বুঝ না, কেন না।

● শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,

গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়

under, Preposition আসলেই খুব মজার।

-

● মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition

শিখতে পেরে, আমি আছি খুব ভালো।

-

● On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,

সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.

কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়

through (বাধা থাকলে)।

-

● এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,

(বাধা না থাকলে)

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

কোন Preposition কোথায় বসে:-

Preposition কাকে বলে? Preposition হল এমন শব্দ যা কোন Noun, pronoun, Noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।

যেমনঃ I go to University.

এখানে to শব্দটি go এবং University এর মধ্যে সম্পর্ক তৈরি করে।

✦✦✦ সাধারণ নিয়মাবলীঃ২৪ ঘন্টার বড় সময় (দিন, সপ্তাহ, মাস, বছর, সাল,) ইত্যাদির পূর্বে in বসে। (যেমনঃ in 1980, in February etc.)২৪ ঘন্টার ছোট সময় (সকাল, দুপুর, বিকাল, সন্ধা, রাত, ঘড়ির সময়) ইত্যাদির পূর্বে at বসে।(নোটঃ সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে the থাকলে তার পূর্বে in বসে। যেমনঃ in the morning)দিবস, তারিথ, সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে on বসে।বড় স্থান/জায়গার পূর্বে in ও ছোট স্থান/জায়গার পূর্বে at বসে। (যেমনঃ I live in Bangladesh at Dhaka.) Perfect continuous tense এর ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে for এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since বসে

কোন কিছু স্পর্শ করে আছে বুঝালে তার পূর্বে on বসে।

শূণ্যস্থানের পরের শব্দ verb এর present (base from) হলে শূণ্যস্থানে to বসে।

✦✦✦ বিভিন্ন ক্ষেত্রে Preposition এর ব্যবহার

At এর ব্যবহার

১. ছোট স্থান/শহর/জায়গার পূর্বে at বসে। যেমন: He lives at lalbag

২. নিদ্দিষ্ট সময় বুঝাতে at বসে। যেমন: I go to school at 9 am.

৩. দূরত্ব বুঝাতে at বসে। যেমন: Khulna is at 100 kilometers from here.

৪. দামের পূর্বে at বসে। যেমন: Potato sells at 10 tk. Per kg.

৫. দায়িত্ব বুঝাতে at বসে। যেমন: You must do this at your own risk.

৬. বয়স বুঝাতে at বসে। যেমন:He passed S.S.C at 16.

On এর ব্যবহার

১. কোন কিছুর উপর সংলগ্ন বুঝাতে On বসে। যেমন: Keep the mobile on the table.

২. বার/দিন/তারিখের পূর্বে© On বসে। যেমন: I went there on Saturday.

৩. নদীর তীরে বুঝাতে On বসে। যেমন: Khulna is on the rupsha.

৪. নির্ভরতা বুঝাতে On বসে। যেমন: We live on rice.

৫. Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ The Bank is on the 5th floor.

৬. সম্বন্ধ বুঝাতে On বসে। যেমন: He wrote an essay on Liberation.

In এর ব্যবহার

১. বড় স্থানের পূর্বে in বসে। যেমন: I live in Bangladesh.

Note: (“I live in Bangladesh at Dhaka” উদাহরণটিতে লক্ষ্য করুন- Bangladesh বড় জায়গা হওয়ায় in ও Dhaka ছোট জায়গা হওয়ায় at বসেছে)

২. কোন বিষয় বা ভাষা বুঝালে তার আগে in বসে। যেমন: In English, In Bengali. I wrote a novel in English.

৩. সময়ের ক্ষেত্রে বছর/মাসের পূর্বে In বসে। যেমন: He was born in 1980.

৪. পেশার পূর্বে In বসে। যেমন: He joined in navy.

৫. বিষয়ের পূর্বে In বসে। যেমন: He studies in History.

৬. অবস্থা বুঝাতে In বসে। যেমন: She is in happy mode.

৭. ক্ষেত্র বুঝাতে In বসে। যেমন: I have nothing to say in this regard.

To এর ব্যবহার

১. কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে।

যেমন: He goes to market. He went to Italy.

২. ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে। যেমন: Razu came to me,

৩. অনুসারে বুঝাতে to বসে। যেমন: I work according to rule.

৪. সীমানার বাইরে বুঝাতে to বসে। যেমন: Korea is to the east of our country.

OF এর ব্যবহার

১. অধিকার/মালিকানা বুঝাতে Of বসে। যেমন: This is the car of Mr Azad.

২. উপকরণ বুঝাতে Of বসে। যেমন: The shoe is made of leather.

৩. কারণ বুঝাতে Of বসে। যেমন: The man died of cancer.

৪. সম্পর্ক বুঝাতে Of বসে। যেমন: I know everything of it.

Over এর ব্যবহার

১. কোন কিছু স্পর্শ না করে উপরে বুঝাতে Over বসে। যেমনঃ The plane is over the field

২. মাধ্যম বুঝাতে Over বসে। যেমনঃ He talked over telephone.

৩. বিপরীত পাশ বুঝাতে Over বসে। যেমনঃ They live over the road.

৪. অধিক বুঝাতে Over বসে। যেমনঃ Simu was in India for over a month.

৫. সমগ্র/সারা অর্থ বুঝাতে Over বসে। যেমনঃ They have traveled over the world.

Above এর ব্যবহার

১. সংযুক্ত না হয়ে উপরে বুঝাতে Above বসে। যেমনঃ The fan is above my head.

২. মানের উপরে বুঝালে Above বসে। যেমনঃ I got above 90% marks in history.

Between ও Among এর ব্যবহার

Between: দুইয়ের মধ্যে বুঝাতে/তুলনা করতে Between বসে।

যেমনঃ Bangladesh will win between India & England.

Divide the apple between the two boys.

Among: দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে/তুলনা করতে Among বসে।

যেমনঃ Bangladesh will win among 30 countries.

Divide the apple between the boys.

With এর ব্যবহার

১. সাথে বুঝাতে With বসে। যেমনঃ He came with me.

২. দ্বারা/দিয়া বুঝাতে With বসে। যেমনঃ I write with this pen.

For এর ব্যবহার

১. জন্য বুঝাতে For বসে।যেমন: I would like to do something for you.

২. সময়ের আগে ধরে/যাবৎ/ব্যাপিয়া বুঝাতে For বসে। যেমন: He has been working for 4 hours.

৩. কারণ বুঝাতে For বসে। যেমন: I will go to India for a tour.

৪. মূল্য বুঝাতে For বসে। যেমন: I have bought a Mobile for 5000 tk.

৫. সাহায্য অর্থে বুঝাতে For বসে। যেমন: Please do this favor for me.

By এর ব্যবহার

১. পাশে বুঝাতে By বসে। যেমন: She sat by me.

২. পথ অর্থে বুঝাতে By বসে। যেমন: They will go there by road.

৩. কোন উপায় বা পদ্ধতি বুঝাতে তার আগে By বসে। যেমন: By hard work.

৪. মাধ্যম বুঝাতে By বসে। যেমন: He achieved success by hard labour.

৫. পরিমাপ বুঝাতে By বসে। যেমন: The table is 2 feet by 3 feet.

৬. হার বুঝাতে By বসে। যেমন: He is improving day by day.

From এর ব্যবহার

কারো নিকট হতে অথবা কোন স্থান হতে/থেকে বুঝালে ব্যক্তির বা স্থানের আগে From বসে।

যেমন: তোমার নিকট হতে – From you, I took this pen from Rina.

খুলনা থেকে – from Khulna

He bought sweets from market. |

Into এর ব্যবহার

১. বাইরে থেকে ভিতরে বুঝাতে Into বসে।যেমনঃ The boy entered into the room.

২. সংঘর্ষ বুঝাতে Into বসে।যেমনঃ The car crashed into a parked microbus.

৩. সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে Into বসে। যেমনঃ They were divided into five groups

Within এর ব্যবহার

নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে Within বসে। যেমনঃ I will come back within 20 minutes.

Towards এর ব্যবহার

দিকে বা বরাবর বোঝাতে Towards বসে। যেমনঃ I’m going towards university.

Before এর ব্যবহার

১. পূর্বে বুঝাতে Before বসে। যেমনঃ Rina came before launch.

২. সম্মুখে বুঝাতে Before বসে। যেমনঃ Rina stood before me.

After এর ব্যবহার

১. ‘পরে’ অর্থ প্রকাশ করতে After বসে। যেমনঃ I will play after study.

২. চলমান অবস্থার পিছনে বুঝাতে After বসে। যেমনঃ Police run after the criminal.

Below এর ব্যবহার

নিচে অর্থ প্রকাশ করতে Below বসে। যেমনঃ We live below the sky. Please see the rule which is given below.

Under এর ব্যবহার

১. নিচে অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ Let’s sit under the tree.

২. বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ This case is under the court.

৩. অধীনে অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ He serves under me.

Across এর ব্যবহার

এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বুঝাতে across বসে।

যেমনঃ Poverty is increasing across the country. Go across the street

Along এর ব্যবহার

বরাবর অর্থ প্রকাশ করতে along বসে। যেমনঃ Go along the bed.

Through এর ব্যবহার

কোন কিছুর মাধ্যমে বা মধ্যদিয়ে বুঝাতে Through বসে।

যেমনঃ They went our village Through the forest

Against এর ব্যবহার

১. বিরুদ্ধে বুঝাতে Against বসে। যেমনঃ We fought against Pakistan in liberation war.

২. বিপরীত অর্থ বুঝাতে Against বসে। যেমনঃ Rina Sat against the wall.

About এর ব্যবহার

১. সম্বন্ধে অর্থ প্রকাশ করতে About বসে। যেমনঃ Rafiq told me about the game.

২. প্রায় অর্থ প্রকাশ করতে About বসে। যেমনঃ The movie is about to end.

Beside এর ব্যবহার

পাশে অর্থ প্রকাশ করতে beside বসে। যেমনঃ She sat beside me.

Behind এর ব্যবহার

পিছনে অর্থ প্রকাশ করতে behind বসে। যেমনঃ Please stay behind me.

Beyond এর ব্যবহার

সাধ্যের বাইরে বুঝাতে Beyond বসে। যেমনঃ The price of the Dress is beyond my budget.

Down এর ব্যবহার

উপর থেকে নিচে বুঝাতে Down বসে। যেমনঃ He fell down from a building.

Since এর ব্যবহার

নির্দিষ্ট সময় বুঝাতে Since বসে। যেমনঃ It has been raining since morning.

Without এর ব্যবহার

ছাড়া/ব্যতিত বুঝাতে without বসে। যেমনঃ Fish cannot live without water

🌺🌺

 ১। গুণফল = গুণ্য × গুণক

২। গুণক = গুণফল ÷ গুণ্য

৩। গুণ্য = গুণফল ÷ গুণক

নিংশেষে বিভাজ্য হলে

৪। ভাগফল = ভাজ্য ÷ ভাজক

৫। ভাজক =ভাজ্য ÷ ভাগফল।

৬। ভাজ্য = ভাজক × ভাগফল।

নিংশেষে বিভাজ্য না হলে

৭। ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।

৮। ভাজক = (ভাজ্য – ভাগশেষ) ÷

ভাগফল।

৯। ভাগফল = ( ভাজ্য – ভাগশেষ)

÷ ভাজক।

১০। গড় = রাশিগুলোর যোগফল ÷

রাশিগুলোর সংখ্যা।

১১। লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য।

১২। ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য।

১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।

১৭। ১ কুইন্টাল ১০০ কিলোগ্রাম (কেজি)

১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।

১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।

২০। ১ হেক্টর = ১০০০০ বর্গ মিটার।

২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।

২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভুমি × উচ্চতা।

২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = (ভুমি × উচ্চতা) ÷ ২

২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।

২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।

২৬। ভুমি = (ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।

২৭। উচ্চতা = (ক্ষেত্রফল × ২) ÷ ভুমি।

২৮। পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)।

২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।

৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।

৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।

৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।

৩৩। ভাগ কী?

উঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।

৩৪। খোলা বাক্য কাকে বলে?

উঃ যখন কোনো বাক্যের সত্য, মিথ্যা যাচাই করা যায় না, তাকে খোলা বাক্য বলে।

৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?

উঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায়, তাকে গাণিতিক বাক্য বলে?

৩৬। অক্ষর প্রতীক কী?

উঃ অজানা সংখ্যা নির্দেশ করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।

৩৭। গাণিতিক প্রতিক কী?

উঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।

৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?

উঃ সংখ্যা প্রতীক ১০ টি। যথা – ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।

৩৯। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?

উঃ ৪টি যথাঃ ➕, ➖, ✖, ➗

৪০। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?

উঃ সম্পর্ক প্রতীক অনেক আছে। তবে প্রাথমিকে ব্যবহৃত সম্পর্ক প্রতীক ৪ টি যথাঃ >, <, =, ≠,

তবে কয়েকটা গাইডে দেওয়া আছে ৮টি যথা:

< ≤ > ≥ = ≠

৪১। গুণিতক কাকে বলে?

উঃ কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যার প্রত্যেককে ঐ নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে।

৪২। ল.সা.গু. কাকে বলে?

উঃ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলে ল.স.গু।

 1. Wednesday = ওয়েডনেস - ডে ( ভুল উচ্চারণ)

   Wens-day = ওয়েন্স- ডেই ( সঠিক উচ্চারণ)


2. Interesting = ইন - টা - রেসটিং ( ভুল উচ্চারণ)

   In - tresting = ইন - ট্রেস্টিং ( সঠিক উচ্চারণ)


3. Vegetable = ভেজিটেবল ( ভুল উচ্চারণ)

   Vege - table = ভেজ - টেবল ( সঠিক উচ্চারণ)


4. Favourite = ফেভারিট ( ভুল উচ্চারণ)

    Fav - rit = ফেইভ - রিট ( সঠিক উচ্চারণ)


5 . Certificate = সার্টিফিকেইট ( ভুল উচ্চারণ)

     সার্টি - ফিকেট ( সঠিক উচ্চারণ)


6. Family = ফ্যামিলি ( ভুল উচ্চারণ)

    Fam - li = ফ্যাম - লি ( সঠিক উচ্চারণ)


আসুন আমরা

Skill Development : করি


⭕ বুঝতে থাক---keep understanding

 ⭕  হাসতে থাক---keep laughing

 ⭕  সমাধান করতে থাক---keep solving

 ⭕  আবেদন করতে থাক---keep applying

 ⭕  নিয়োগ করতে থাক---keep appointing

 ⭕  গ্রহণ করতে থাক---keep accepting

 ⭕  গোছাতে থাক ---keep arranging

 ⭕  জিজ্ঞেস করতে থাক ---keep asking

 ⭕  বরাদ্দ করতে থাক ---keep allotting

 ⭕  অর্জন করতে থাক ---keep acquiring

 ⭕ পোড়াতে থাক---keep burning

 ⭕  বিশ্বাস করতে থাক ---keep believing

 ⭕  দর কষাকষি করতে থাক ---keep bargaining

 ⭕  রোদ পোহাতে থাক ---keep basking

 ⭕  সম্প্রচার করতে থাক ---keep broadcasting


🎀 পড়াশেষে Done লিখুন🎀


🥰Somewhat=কিছুটা


💦I'm somewhat nervious.  

-আমি কিছুটা বিচলিত।


💦I am somewhat emotional.

-আমি কিছুটা আবেগপ্রবণ। 


💦I am somewhat different.

- আমি কিছুটা ভিন্ন।


💦I'm somewhat disabled.

-আমি কিছুটা অক্ষম।  


💦I am somewhat brilliant.

- আমি কিছুটা মেধাবী। 


💦I am somewhat lazy.

- আমি কিছুটা অলস।


💦I am somewhat exceptional.

- আমি কিছুটা ব্যতিক্রম।


💦I'm somewhat sick.

-আমি কিছুটা অসুস্থ। 


#Write_Done


বাক্যে ❝Else❞ এর ব্যবহার। 


✪▪️ What else- আর কি?

✪▪️ Who else- আর কে ?

✪▪️ When else- আর কখন?

✪▪️ Where else- আর কোথায়?

✪▪️ How else- আর কিভাবে?

✪▪️ Which else- আর কোনটি?

✪▪️ Anything else- আর কিছু ।

✪▪️ No one else- আর কেউ না ।

✪▪️ Anybody else  - আর কেউ?

✪▪️ Whatever else- আর যাই হোক না কেন?

✪▪️ Who else is there- আর কে আছে ওখানে?

✪▪️ What else do you want- তুমি আর কি চাও?

✪▪️ Who else is there- আর কে আছে ওখানে?

✪▪️ Who else is was there- সেখানে আর কে ছিল?

✪▪️ Is anybody else scared- আর কেউ কি ভীত?

✪▪️ Whatever else do you like- তুমি আর কি পছন্দ কর?

✪▪️ Is there anything else to say- বলার মত কি কিছু আছে?

✪▪️ Where else are you applying- তুমি আর কোথায় আবেদন করছ?

✪▪️ Nobody else knows it- আর কেউ এটা জানে না ।

✪▪️ Where else have you been?- কোথায় ছিলে?

✪▪️ No one else laughed- আর কেউ হাসলো না?


★★ আসুন আমরা ইংরেজির basic strong করি★★

 সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞনা। 

রেফারেন্স বুকঃ #GK_গাইডলাইন 


✬প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: নীলনদ


✬প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তর: হনসু।


✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?

উত্তর: ১৭ মার্চ।


✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?

উত্তর: আমাজান।


✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর: ভূটান।


✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?

উত্তর: বেলজিয়াম।


✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: কর্ণফুলী।


✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?

উত্তর: নরওয়ে-কে।


✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?

উত্তর: ১৯৬১ সালে।


✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?

উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।


✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?

উত্তর: নিউজিল্যান্ড।


✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?

উত্তর: ফেবো।


✬প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?

উত্তর: ১১তম।


✬প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?

উত্তর: এলিসি প্রাসাদ।


✬প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন হয়?

উত্তর: ২৭০ টি।


✬প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?

উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।


✬প্রশ্ন.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৮৮৫ সালে।


✬প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?

উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।


✬প্রশ্ন: যুগ সন্ধিক্ষণের কবি কে?

উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।


✬প্রশ্ন: মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?

উত্তর: ১৯০৬ সালে।


✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?

উত্তর: আবদুল গাফফার চৌধুরী।


✬প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?

উত্তর: জুলাই- জুন।


✬প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?

উত্তর: ফররুখ আহমেদ।


✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?

উত্তর: ২ জুলাই ।


✬প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?

উত্তর: ৫ টি।


✬প্রশ্ন: নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কী?

উত্তর: উজ্জীবিত নওগাঁ।


✬প্রশ্ন: ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?

উত্তর: নাকফা।


✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?

উত্তর: ১৮৬২ সালে।


✬প্রশ্ন: ডাল গবেষণা কেন্দ্র কোথায়?

উত্তর: ঈশ্বরদী, পাবনা।


✬প্রশ্ন: নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন?

উত্তর: ২০০১ সালে।


✬প্রশ্ন. কোন দেশের সংবিধান অলিখিত?

উত্তর: যুক্তরাজ্য।


✬প্রশ্ন: এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?

উত্তর: ১৯৫৩ সালে।


✬প্রশ্ন: বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: গাজীপুর।


✬প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?

উত্তর: উত্তর কোরিয়া।


✬প্রশ্ন: টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: মধুমতি।


✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?

উত্তর: পাপুয়া নিউগিনি।


✬প্রশ্ন: সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে ?

উত্তর: জাপান-কে।


✬প্রশ্ন: শহীদ মিনারের স্থপতি কে?

উত্তর: হামিদুর রহমান।


✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।


✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির সুরকার কে ?

উত্তর: আলতাফ মাহমুদ।


✬প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?

উত্তর: ৫ টি।


✬প্রশ্ন: স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ?

উত্তর: ইন্দোনেশিয়া।


✬প্রশ্ন: পৃথিবীর দিনরাত সমান হয় কখন?

উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।


✬প্রশ্ন: আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম কী?

উত্তর: নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।


✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত কোনটি?

উত্তর: অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)


#বিজ্ঞান_বিষয়ক_সাধারন_জ্ঞান


✬প্রশ্ন : মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় ? উত্তর : অবতল।


✬প্রশ্ন : কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় ? উত্তর : পানি।


✬প্রশ্ন : শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন ? উত্তর : শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।


✬প্রশ্ন : বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না ?

উত্তর : লাল , নীল, সবুজ।


✬প্রশ্ন : দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের ? উত্তর : বেগুনি।


✬প্রশ্ন : কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয় ?

উত্তর : চিনি।


✬প্রশ্ন : গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু? উত্তর : জিংক।


✬প্রশ্ন : ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ?

উত্তর : ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।


✬প্রশ্ন : বালির প্রধান উপাদান কি ?

উত্তর : সিলিকা।


✬প্রশ্ন : স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় ? উত্তর : নাইট্রিক এসিড।


✬প্রশ্ন : স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয় ? উত্তর : নিকেল ও ক্রোমিয়াম।


✬প্রশ্ন : টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন ?

উত্তর : এটি দাঁতের ক্ষয়রোধ করে।


✬প্রশ্ন : ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলো কি কি ?

উত্তর : হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড।


✬প্রশ্ন : কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয় 

উত্তর : ক্লোরোপিক্রিন।


✬প্রশ্ন : টেস্টিং সল্ট – এর রাসায়নিক নাম কি ?

উত্তর : মনো সোডিয়াম গ্লুটামেট, আজিনামোটো।


✬প্রশ্ন : কোনটি সৌর কোষে ব্যবহৃত হয় ?

উত্তর : ক্যাডসিয়াম।


✬প্রশ্ন : ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন ?

উত্তর : উপরে বায়ুর চাপ বেশি থাকে।


✬প্রশ্ন : আলট্রাসনোগ্রাফি কি ?

উত্তর : ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।


✬প্রশ্ন : হিমোগ্লোবিনের কাজ কি ?

উত্তর : অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।


✬প্রশ্ন : কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না ? উত্তর : হাইড্রোজেন।


✬প্রশ্ন : একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় ? উত্তর : শোয়া অবস্থায়।


✬প্রশ্ন : হীঁরা আঁধারে চক চক করে কেন ?

উত্তর : উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে


✬প্রশ্ন : কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?

উত্তর : কালো ।


✬প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে ?

উত্তর : রোধ বাড়বে।


✬প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ? উত্তর : টাংস্টেন।


✬প্রশ্ন : কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় ?

উত্তর : সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।


✬প্রশ্ন : ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন ?

উত্তর : কালো রং তাপ শোষন করে বলে।


✬প্রশ্ন : কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ?

উত্তর : সূর্যরশ্মি।


✬প্রশ্ন : দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?

উত্তর : তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।